বুধবার, মার্চ ১৯, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিক স্থল সীমান্ত পুনরায় খুলে দিয়েছে কাতার ও সৌদি আরব

স্থল সীমান্ত পুনরায় খুলে দিয়েছে কাতার ও সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্কঃ সাড়ে তিন বছর সম্পর্ক বিচ্ছিন্ন থাকার পর ঐতিহাসিক চুক্তির মাধ্যমে সম্পর্ক পুন:স্থাপিত হওয়ায় শনিবার কাতার ও সৌদি আরব তাদের স্থল সীমান্ত পুনরায় খুলে দিয়েছে।
উগ্রপন্থী ইসলামিক গ্রুপগুলোকে সমর্থন এবং ইরানের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে দোহার বিরুদ্ধে অবরোধের অংশ হিসাবে ২০১৭ সালের জুনে সৌদি আরব দেশটির সঙ্গে একমাত্র স্থল সীমান্তটি বন্ধ করে দেয়। কাতার তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবর নাকচ করে আসছে।
এএফপি’র সংবাদদাতা জানান, তিনি শনিবার বহু গাড়ি সীমান্ত অতিক্রম করতে দেখেছেন। কাতারের সূত্র বলেছে, দোহার ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দক্ষিণে আবু সামারাহ ক্রসিং গ্রীনিচ মান সময় ০৭০০ টায় পুনরায় খুলে দেয়া হয়েছে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর মিলে কাতারের বিরুদ্ধে ভ্রমণ ও বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে। সৌদি আরবে মঙ্গলবার গালফ কোঅপোরেশন কাউন্সিলের সম্মেলনে এই অবরোধ তুলে নেয়ার সিদ্ধান্ত হয়।
সম্মেলনের একদিন আগে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রী আহমদ নাসের আল-সাবাহ রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেন যে, কাতার ও সৌদি আরবের মধ্যে বিমান, স্থল ও সমুদ্র পথ উন্মুক্ত করার ব্যাপারে তারা একটি চুক্তিতে উপনীত হয়েছে।
কাতার এয়ার ওয়েজ এবং সৌদি এয়ারলাইন্স শনিবার এক টুইটে জানায়, সোমবার থেকে তারা পুনরায় দুই দেশের মধ্যে ফ্লাইট চালু করবে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান

যশোরে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। যশোরের জেলা ও দায়রা জজ শেখ...

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা ও যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু...

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের উদ্বোধন

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার সিএইসটি শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান গত ০৪ঠা মার্চ ২০২৫ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ...

মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। আবার...

Recent Comments