মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিকসম্পর্ক জোরদার করার উপায় নিয়ে যুক্তরাষ্ট্র ও ইইউ কূটনীতি প্রধানের মধ্যে আলোচনা

সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে যুক্তরাষ্ট্র ও ইইউ কূটনীতি প্রধানের মধ্যে আলোচনা

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকবৃন্দ প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের আওতায় তাদের মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়ে বৃহস্পতিবার আলোচনা করেছেন। ব্রাসেলস ও ওয়াশিংটনের মধ্যে বিভিন্ন বিষয়ে একত্রে কাজ করার প্রস্তুতির প্রেক্ষাপটে এ আলোচনা অনুষ্ঠিত হয়। খবর এএফপি’র।
ইইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল ও বাইডেনের নব-নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন জোর দিয়ে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে চলে যাওয়ায় আন্ত:মহাদেশীয় সম্পর্ক এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।
পররাষ্ট্র বিভাগের এক বিবৃতিতে বলা হয়, এ দুই কূটনীতিক যুক্তরাষ্ট্র ও ইইউ’র মধ্যে সম্পর্ক জোরদার এবং তা কাক্সিক্ষত পর্যায়ে উন্নীত করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। ব্লিনকেন সাম্প্রতিক বছরগুলোতে ইইউ’র নেতৃত্বের জন্য বোরেলকে ধন্যবাদ জানান।
এদিকে ইইউরোপীয় কমিশনের বিবৃতিতে বলা হয়, ‘ইইউ-ইউএস’র কৌশলগত অংশীদারিত্ব পুনরারম্ভ করা ছিল এ আলোচনার প্রধান বার্তা।
এতে আরো বলা হয়, বোরেল ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে ব্লিনকেনকে আমন্ত্রণ জানান।
ইইউ জোটবদ্ধতা এবং নিয়মতান্ত্রিক বৈশ্বিক পদ্ধতি শক্তিশালীকরনের ওপর বেশি জোর দেয়। তারা প্যারিস জলবায়ু চুক্তি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের ফিরে আসাকে স্বাগত জানিয়েছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments