মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম জাতীয়রাষ্ট্রপতি কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন

রাষ্ট্রপতি কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন

গ্রামীণ কৃষি ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তাঁর পত্নী রাশিদা খানম বুধবার (১০ মার্চ) বিকেলে বঙ্গভবনে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন বাসসকে জানান, ‘রাষ্ট্রপতি ও তাঁর পত্নী রাশিদা খানম আজ বিকেল ৫টায় বঙ্গভবনে করোনভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।’
টিকা দেওয়ার সময় রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসকগণ এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪ মার্চ কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নেন।
প্রধানমন্ত্রী গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভার্চ্যুয়ালি দেশে কোভিড-১৯ টিকাদান উদ্বোধন করেছিলেন।
অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকা উদ্ভাবিত এবং সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) উৎপাদিত এ টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনু ভেরোনিকা কোস্টাকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়।
এরপর হাসপাতালে আরো দু’জন চিকিৎসক, একজন ট্র্যাফিক পুলিশ ও একজন আর্মি ব্রিগেডিয়ার টিকার প্রথম ডোজ নেন। পরে ২০-২৫ প্রথম সারির স্বাস্থ্য কর্মীও টিকা নেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান শুরু হয়েছে এবং এপর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার ৯৬৩ জন কোরোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments