এমজেড মাসুদঃ “শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগান কে সামনে রেখে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব-২০২১ পালিত হয়েছে।
রোববার (৩ জানুয়ারি) বেলা ১২টায় ঢাকার মোহাম্মদপুরে চাঁদ উদ্যান আবাসিক এলাকায় ঢাকা আহসানিয়া মিশন আওতাধীন রংধনু ইউ সি এল সি বিদ্যালয়ে আয়োজিত বিনামূল্যে বই বিতরণ উৎসবের অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনিরুল ইসলাম বাবন, প্রধান শিক্ষিকা মোসাম্মৎ তাহেরা ইয়াসমিন, নির্বাহী সদস্য মো. আবুবকর সিদ্দিক, প্রেসিডেন্সি স্কুলের সিনিয়র শিক্ষক মো. মুসা কাজী ও চাঁদ উদ্যান বাড়ি মালিক কল্যাণ সমিতির সদস্য সাংবাদিক মো. মাসুম জাহিদ মাসুদ উপস্থিত ছিলেন।
প্রত্যেক শিক্ষার্থীকে যে কয়টি বই দেয়া হবে সেগুলো আলাদা আলাদা সেট করে, লাল ফিতা দিয়ে আগে থেকেই বেঁধে রেখেছেন আয়োজকরা। বই বিতরণের সুন্দর আয়োজন দেখে অভিভাবকরা মুগ্ধ।