নিজস্ব প্রতিবেদকঃ মিরপুর প্রেসক্লাবের সভাপতি সৈয়দ শফিকুর রহমান পলাশের নিকট চাঁদা চেয়ে না পেয়ে মোবাইল ফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকী প্রদান করে মিরপুরের নামধারী সাংবাদিক চাঁদাবাজ বাবুল ওরফে কাইল্যা বাবুল। তার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মিরপুর প্রেসক্লাবের সংবাদকর্মীরা।
সোমবার (৪ জানুয়ারি) সকালে মিরপুর প্রেসক্লাবের সামনে থেকে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় তারপর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ ও সমাবেশ হয়। মানববন্ধনে মিরপুর প্রেসক্লাবের সভাপতি সৈয়দ শফিকুর রহমান পলাশকে প্রাননাশের হুমকী দাতা ও জড়িতদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে কঠোর শাস্তির দাবি জানান বক্তারা। মানববন্ধনটিতে উপস্থিতি ছিলেন মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোলাম কাদের, সভাপতি সৈয়দ শফিকুর রহমান পলাশ, অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক প্রান্তপারভেজ, প্রচার সম্পাদক মারুফ হায়দার ও অনলাইন পত্রিকা বাংলাদেশ ৭১ ডট কম এর সম্পাদক শেখ রাজু আহম্মেদ এছাড়া আরও উপস্থিতি ছিলেন মিরপুরের সকল সাংবাদিক বৃন্দ।