মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম বিজ্ঞান ও প্রযুক্তিমানুষের চাহিদা পূরণে একটি যুগপৎ ঠিকানা ই-কমার্সঃ পলক

মানুষের চাহিদা পূরণে একটি যুগপৎ ঠিকানা ই-কমার্সঃ পলক

গ্রামীণ কৃষি ডেস্কঃ তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, মানুষের চাহিদা পূরণে একটি যুগপৎ ঠিকানা হলো ই-কমার্স।
তিনি বলেন, এই কার্যক্রম বিশ্বজুড়ে সংযুক্ত করতে রুরাল টু গ্লোবালের আগে রুরাল টু ন্যাশনাল ই-কমার্স সিস্টেমের ওপর জোর দিতে হবে। এতে ই-কমার্স পণ্যের বিপণন এবং সরবরাহ বানিজ্য সহজ হবে।
জুনাইদ আহমেদ পলক আজ ডিজিটাল প্লাটফর্মে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)’র উদ্যোগে আয়োজিত ‘ রুরাল টু গ্লোবাল ই-কমার্স পলিসি কনফারেন্স ২০২১’ এ ‘ ক্রস বর্ডার পলিসি, ট্রেড, চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ই-ক্যাবের সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. জাফর উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউ টি ও সেলের মহাপরিচালক হাফিজুর রহমান, এটুআইয়ের পলিসি এডভাইজার আনির চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাহার মোহাম্মদ নাছের, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলপমেন্ট অথরিটি (বিডা)’র মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর বি এম মাইনুল হোসেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের জন্য বিগত ১২ বছরে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়িত হওযার জন্যই দেশের সাড়ে এগারো কোটি কনজ্যুমার ই-কমার্সের সঙ্গে যুক্ত হতে পেরেছে।
তিনি বলেন, পণ্য উৎপাদনকারী ও ক্রেতার মধ্যে সংযোগ স্থাপন করতে আইসিটি বিভাগের এটুআইয়ের উদ্যোগে এক-পে, এক-সেবা ও এক-শপে তিনটি ডিজিটাল প্লাটফর্ম চালু করা হযেছে।
এ বিষয়ে তিনি আরো বলেন, এর মাধ্যমে প্রান্তিক থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যে কোন সেবা বা পণ্য লেনদেন করার সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি ই-কমার্স উদ্যোক্তাদের এ প্লাটফর্মগুলো ব্যবহার করার আহবান জানান এবং ন্যুনতম মূল্যে বিমানে ই-কমার্সের পণ্য পরিবহন এবং ইক্যুইটি শেয়ার মডেলে ই-ক্যাব সদস্যভুক্ত শতাধিক উদ্যোক্তাদের এক কোটি টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments