শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিক 'মন্ট্রিল ফাইন আর্টস মিউজিয়াম' পুনরায় খুলে দেয়া হয়েছে

‘মন্ট্রিল ফাইন আর্টস মিউজিয়াম’ পুনরায় খুলে দেয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ কয়েক মাস ধরে বন্ধ থাকার পর বৃহস্পতিবার স্থানীয় চারুকলা জাদুঘর পুনরায় খুলে দেয়ায় মহামারিতে বিপর্যস্ত মন্ট্রিলবাসী আনন্দিত। এক দর্শনার্থী আনন্দ প্রকাশ করে এএফপিকে বলেন, কিছু সাংস্কৃতিক কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে এটা তার ‘খুব ভালো লাগছে’।
মন্ট্রিল মিউজিয়াম অব ফাইন আর্টস’র প্রবেশ পথে মিউজিয়ামের পরিচালক স্টিফেন একুইন “আমাদের প্রথম ভিজিটর!” বলে পরিদর্শক সিলভি সিলসকে শুভেচ্ছা জানান।
৫৭ বছর বয়সের সিলভি বলেন, তিনি অনুভব করছেন দীর্ঘ অনুপস্থিতির পর সত্যিই তিনি জাদুঘরে ফিরে এসেছেন।
করোনাভাইরাস ঠেকাতে গত বছরের ১ অক্টোবর নগরীর জাদুঘর এবং গ্যালারিগুলোর পাশাপাশি বার, রেস্তোরা, সিনেমা হল এবং লাইব্রেরী বন্ধ করে দেয়া হয়।
বৃহস্পতিবার পর্যন্ত কানাডার পূর্বাঞ্চলীয় প্রদেশ কুইবেকে ২ লাখ ৭৩ হাজারের বেশী লোক করোনা আক্রান্ত হয়েছে, যা দেশটিতে মোট আক্রান্তের এক তৃতীয়াংশ এবং এখানে ১০ হাজারের বেশী লোকের মৃত্যু হয়েছে।
করোনার আগে জাদুঘরটিতে বছরে ১০ লাখের বেশী পরিদর্শক আসেন, দিনে প্রায় ৩ থেকে ৪ হাজার লোক পরিদর্শন করেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসা পর্যন্ত সীমিত সংখ্যায় দৈনিক প্রায় ৮,০০ দর্শক জাদুঘরে প্রবেশ করতে পারবেন।
দর্শনার্থীদের অবশ্যই অনলাইনে টিকেট সংগ্রহ করতে হবে। জাদুঘরের ভেতরে দর্শকদের ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে এবং দর্শকরা যাতে বেশী সময় কাটাতে না পারেন সে জন্য প্রদর্শনী হল থেকে বসার চেয়ার সরিয়ে নেয়া হয়েছে। দর্শকরা মাস্ক পড়বেন এবং প্রয়োজনে প্রবেশ পথের কাছ থেকে ফোল্ডিং চেয়ার নিতে পারবেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

লালমনিরহাটে আলু-পেঁয়াজ-সবজির বাজারে স্বস্তি

জেলার বাজারগুলোতে শীতকালীন সবজি, আলু ও পেঁয়াজের দামে স্বস্তি ফিরেছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এসব পণ্যের কেজি প্রতি দাম কমেছে ২০ টাকা থেকে...

তরুণদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের চিত্র পাল্টে যাবেঃ বিএনপি মহাসচিব 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্ম আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত। তাদের মেধা শক্তি অনেক ভালো। তরুণদের...

সোমবার ট্রাম্পের জাঁকজমকপূর্ণ প্রত্যাবর্তন

ডোনাল্ড ট্রাম্প আগামী সোমবার দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন। ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান নেতা ওয়াশিংটনের ইউএস ক্যাপিটলে...

কৃষিতে নারীশ্রম, ফসলে চওড়া হাসি

অগ্রহায়ণ শেষে পৌষের আগমন। প্রকৃতিতে ইতোমধ্যে শীতের দাপট। আমন ধান কাটা ও মাড়াইয়ের মৌসুম শেষ। এখন চলছে নানা ধরনের শাক-সবজি আর শস্য...

Recent Comments