শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিক ভারতে কোভিড-১৯ টিকা নেয়া ৫১ জনের শরীরে সামান্য জটিলতা

ভারতে কোভিড-১৯ টিকা নেয়া ৫১ জনের শরীরে সামান্য জটিলতা

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করা ৫১ ব্যক্তির শরীরে সামান্য জটিলতা (পার্শ্বপ্রতিক্রিয়া) দেখা দিয়েছে। গতকাল থেকে দেশটিতে ব্যাপক করোনা প্রতিষেধক টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
দিল্লীর স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জেইনের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি আজ জানিয়েছে, দিল্লীতে কোভিড-১৯ ভ্যাকসিনেশন অভিযানে ৪ হাজার ৩১৯ স্বাস্থ্য পরিচর্যা কর্মীকে করোনার টিকা দেয়া হয়। এদের মধ্যে একজনের শরীরে “সামান্য গুরুত্বের পার্শ্বপ্রতিক্রিয়া” দেখা দিয়েছে বলে জানা গেছে।
মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে আরো বলা হয়, এই রোগীকে অল-ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স (এআইআইএমএস)- এ ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি আরো বলেন, ‘গতকাল ৫১ জনের শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় এবং এক জনের অবস্থা কিছুটা গুরুতর। এই রোগীর বয়স ২২ বছর। তিনি একটি হাসপাতালের নিরাপত্তা রক্ষী।’ ‘অবশিষ্ট ৫১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়নি। তাদের কিছু সময়ের জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছিল।’
ছয়টি কেন্দ্রীয় হাসপাতালে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা দেয়া হয়। যদিও এটি এখনও ট্রায়াল পর্যায়ে রয়েছে। ভারতের ড্রাগ রেগুলেটর (ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ) জানিয়েছে, ভ্যাকসিনের ব্যবহারটি ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে থাকবে। এর অর্থ সকল টিকা গ্রহণকারীকে পর্যবেক্ষণে রাখা হবে। ড্রাগ রেগুলেটর প্রতিষ্ঠানটি কোভ্যাকসিনের অনুমোদন দিয়েছে।
দিল্লী করোনা বিরোধী টিকা দানকারী অভিযানের প্রথম দিনে ৮ হাজার ১১৭ স্বাস্থ্য কর্মীকে ভ্যাকসিন দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কিন্তু শহরের ৮১টি টিকাদানকারী কেন্দ্রে এর মাত্র অর্ধেক সংখ্যক লোককে ভ্যাকসিন দেয়া হয়েছে। এই অল্প সংখ্যক টিকা দেয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, সারা দেশে প্রায় অর্ধেক টিকাদান সম্পন্ন হয়েছে। প্রতিটি স্থানেই অর্ধেকের কাছাকাছি টিকাদান করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘কিছু মানুষ শেষ মুহূর্তে টিকা গ্রহণ করতে আসেন নি। তারা কেন আসেননি, তা অনুমান করা সম্ভব নয়।’

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

মুক্তিযুদ্ধ বিষয়ক কনটেন্ট সরানোর নিয়ে ভারতীয় মিডিয়ার দাবি খণ্ডন তথ্য মন্ত্রণালয়ের

তথ্য মন্ত্রণালয় ভারতীয় মিডিয়ার প্রতিবেদনে মুক্তিযুদ্ধ বিষয়ক কনটেন্ট সরাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কথিত নির্দেশনার দাবি খণ্ডন করে তা 'ভুয়া এবং...

বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবিধান সংশোধনীর প্রস্তাব সংস্কার কমিশনের

বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবিধান-সংশোধনীর প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ সংস্কার...

দিনাজপুরের বিরামপুরে মাল্টা চাষে বিপ্লব

দিনাজপুর জেলার বিরামপুরে কৃষি সম্প্রসারণ বিভাগের প্রত্যক্ষ সহায়তা ও চাষীদের আগ্রহে উপজেলার বিভিন্ন এলাকায় মাল্টা চাষের নীরব বিপ্লব ঘটেছে।

হালনাগাদ ভোটার তালিকায় যুক্ত হচ্ছে প্রায় ৫০ লাখ ভোটার

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রায় ৫০ লাখ ভোটার যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব...

Recent Comments