বুধবার, মার্চ ২৬, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিক ভারতের কাছ থেকে ২০ লাখ ডোজ ভ্যাকসিন নেয়ার অপেক্ষায় ব্রাজিল

ভারতের কাছ থেকে ২০ লাখ ডোজ ভ্যাকসিন নেয়ার অপেক্ষায় ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিল সরকার বৃহস্পতিবার জানিয়েছে, ব্রিটিশ অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের ২০ লাখ ডোজের চালান ভারত থেকে ব্রাসিলিয়ায় আসার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খবর এএফপি’র।
ব্রাজিলের ভ্যাকসিন কর্মসূচি জোরদারে অত্যন্ত প্রয়োজনীয় এসব টিকা শুক্রবার সরবরাহ করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ ভ্যাকসিন শুক্রবার সন্ধ্যায় ব্রাজিলে পৌঁছাবে।’
প্রকৃতপক্ষে, এসব ভ্যাকসিন গত সপ্তাহে ব্রাজিলে পৌঁছানোর কথা ছিল।
প্রথমে নিজ দেশে টিকাদান কর্মসূচিকে অগ্রাধিকার দেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ওপর ‘রাজনৈতিক চাপ’ থাকার কারণে এ বিলম্ব হয় বলে প্রেসিডেন্ট জাইর বোলসোনারো জানান।
বিশ্বে করোনাভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলে এ পর্যন্ত ২ লাখ ১৪ হাজারেরও বেশি মানুষ কোভিড-১৯ মহামারিতে প্রাণ হারিয়েছে। দেশটির মোট জনসংখ্যা প্রায় ২১ কোটি ২০ লাখ। এদিক থেকে কেবলমাত্র যুক্তরাষ্ট্র ব্রাজিলের সামনের সারিতে রয়েছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান

যশোরে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। যশোরের জেলা ও দায়রা জজ শেখ...

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা ও যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু...

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের উদ্বোধন

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার সিএইসটি শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান গত ০৪ঠা মার্চ ২০২৫ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ...

মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। আবার...

Recent Comments