শনিবার, মার্চ ১৫, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দলের উহানে সরেজমিন তদন্ত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দলের উহানে সরেজমিন তদন্ত

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস ছড়িয়ে পড়ার উৎস তদন্তের জন্য মহামারির “গ্রাউন্ড জিরো” উহানের ফুড মার্কেট সাইট পরিদর্শনের প্রক্কালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞদল শুক্রবার চীনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছে।
করোনা ছড়িয়ে পড়ার এক বছর পর ভাইরাসটির উৎস তদন্তের সুযোগ এবং জোরালো তথ্য প্রমাণের ব্যাপারে শঙ্কা এবং বিলম্বের কারণে তদন্ত ঝুলে পড়ার পর আজ বিকালে বিশেষজ্ঞদলের সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।
তদন্তকারীরা হাসপাতালগুলো পরিদর্শনের পাশাপাশি বিজ্ঞানীদের সঙ্গে বৈঠক করবেন। ভাইরাসটির ব্যাপারে প্রথম বক্তব্যদানকারী এবং প্রথম দিকে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন। এখান থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত বিশ্বব্যাপী ২০ লাখের বেশী লোকের মৃত্যু হয়েছে এবং বিশ্বব্যাপী অর্থনীতিতে ধ্বস নেমেছে।
ডব্লিউএইচও বৃহস্পতিবার এক টুইটে বলেছে, জরুরিভাবে ভাইরাসের সঙ্গে সম্পর্কিত “উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি, হুয়ানান মার্কেট, উহান সিডিসি ল্যাবরেটরি সরেজমিন পরিদর্শনের অন্তর্ভুক্ত থাকবে।”
করোনা সংক্রমনের পর হুয়ানান মার্কেট বন্ধ হয়ে যায়, এখান থেকেই প্রথম মহামারি ক্লাস্টার আকারে ছড়িয়ে পড়ে ।
উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে ভাইরাস পরীক্ষার ব্যবস্থা রয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকেই ভাইরাসের জন্য দায়ী করেছেন। ট্রাম্প দায়িত্ব থেকে সরে যাওয়ার শেষ দিন পর্যন্ত এখান থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার অভিযোগ অব্যাহত রাখেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান

যশোরে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। যশোরের জেলা ও দায়রা জজ শেখ...

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা ও যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু...

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের উদ্বোধন

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার সিএইসটি শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান গত ০৪ঠা মার্চ ২০২৫ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ...

মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। আবার...

Recent Comments