সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিক প্রথম বিদেশী নেতা হিসেবে জাস্টিন ট্রুডোর সঙ্গে আলাপ করেছেন জো বাইডেন

প্রথম বিদেশী নেতা হিসেবে জাস্টিন ট্রুডোর সঙ্গে আলাপ করেছেন জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার প্রথম বিদেশী নেতা হিসেবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন এবং সামনের মাসে এ নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। অটোয়া ও ওয়াশিংটন পৃথক বিবৃতিতে এ কথা জানায়।
কানাডা জানায়, ৩০ মিনিটব্যাপী এই আলাপকালে দুই নেতা করোনাভাইরাস মহামারি থেকে সব বিষয় নিয়ে কথা বলেন, এরমধ্যে গত মার্চ থেকে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধ থাকা এবং পরিবেশ সুরক্ষার বিষয়ও স্থান পায়।
মেক্সিকান প্রেসিডেন্ট আন্ড্রেজ মানুয়েল লোপেজ অবরাদর টুইটারে বলেছেন, শুক্রবার একইভাবে তার সঙ্গে টেলিফোন আলাপে বাইডেন কোভিড-১৯ এবং অভিবাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
ট্রুডো ও বাইডেন পুনরায় অতি শিগগিরই আলোচনার পরিকল্পনা করেছেন, কানাডার পক্ষে ভার্চুয়ালি অথবা সরাসরি আলোপনার পথ উন্মুক্ত থাকবে, তবে হোয়াইট হাউস বলেছে, “দুই নেতা আগামী মাসেই পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছেন।”
কানাডার বিবৃতিতে বলা হয়, “আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগিয়ে নিয়ে যাবে কানাডা এবং যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং গভীর সম্পর্কের নবায়ন হবে।”
তবে এই আলোচনার নির্দিষ্ট তারিখ অটোয়া ও ওয়াশিংটন কেউই নিশ্চিত করেনি।
উভয় দেশের নেতারা বাইডেনের কিস্টোন এক্সএল পাইপলাইন বাতিলের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছেন, পরিবেশবাদীরা এই প্রকল্পের কঠোর সমালোচনা করেছেন তবে অটোয়া এই প্রকল্পে সমর্থন দিয়ে আসছে।
গত বুধবার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহনের পর নির্বাহী আদেশে বাইডেন এই তেল পাইপলাইন প্রকল্প বাতিল করেন। ২০১০ সালে এই পাইপলাইন প্রকল্প শুরু হয়।
জাস্টিন ট্রুডো এর আগে বলেছেন, উপমহাদেশীয় জ্বালানি ও কর্মসংস্থানের নিরাপত্তার জন্য “এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প”। এই প্রকল্প বাতিল হওয়ায় শুক্রবার তিনি হতাশা ব্যক্ত করেন।
ট্রুডোর অফিস এক বিবৃতিতে জানায়, “কিস্টোন এক্সএল পাইপলাইন বাতিলের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী ট্রুডো যুক্তরাষ্ট্রের সঙ্গে হতাশা ব্যক্ত করেছেন।” তবে এতে আরো বলা হয়, প্রধানমন্ত্রী অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা সুবিধা পেতে দ্বিপক্ষীয় জ্বালানি সম্পর্কের প্রতি গুরুত্বারোপ করেছেন।”
১২১০ মাইল (১,৯৪৭ কিলোমিটার) দৈর্ঘেও এই পাইপলাইনের মাধ্যমে ২০২৩ সালে আলবাট্রা থেকে নেবাস্কায় দৈনিক ৮ লাখ ৩০ হাজার ব্যারেল তেল সরবরাহ শুরু করার কথা ছিল, সেখান থেকে বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে তেল উপকূলীয় টেক্সাসের রিফাইরারিতে সরবরাহ পরিকল্পনা নেয়া হয়েছিল।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম হয়ে উঠে হাতিয়ার চরঈশ্বর সবজি বাজার

ভোরের আলো ফোটার আগেই ক্রেতা-বিক্রেতার হাঁক-ডাকে সরগরম হয়ে উঠে হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের নিরাপদ সবজি বাজার। কৃষকদের পরম যত্নে আবাদ করা সবজি বিক্রি হয়...

আগামী নির্বাচনকে এযাবৎকালের সেরা ও ঐতিহাসিক করতে চাইঃ প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকার এযাবৎকালের সেরা করার পরিকল্পনা করছে, যাতে এটি গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত...

পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের কাজ যেন দৃশ্যমান হয় ইউএনডিপি নতুন প্রকল্প বাস্তবায়নে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র পরামর্শ

ইকোসিস্টেম, প্রকৃতি ও পরিবেশ সবকিছুর অবস্থান যা যেখানে আছে তা ঠিক রেখে পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন করতে হবে। পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের...

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সকাল ১০টায় এই দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে।

Recent Comments