জিংকসমৃদ্ধ ধান চাষের প্রসার ঘটাতে নাটোর সদর উপজেলার এক হাজার ৮০০জন কৃষককে বিনামূল্যে ধানের বীজ প্রদান করা হচ্ছে। আজ রোববার বেলা ১২টায় নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ।
উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এ কে এম সাদেকুল ইসলাম।
আসন্ন বোরো মৌসুমে চাষাবাদের জন্য উপজেলার মনোনীত কৃষকদের জিংকসমৃদ্ধ বিনা ধান-৭৪ এবং ব্রি ধান-১০০ এর বীজ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের দৈহিক বৃদ্ধি ও মেধা বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্যে প্রতিদিন বয়সভেদে নির্ধারিত মাত্রায় জিংক গ্রহণ করা প্রয়োজন।