আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছেন, আমেরিকার সকল নাগরিক আগামী আগস্ট মাসের আগে কোভিড-১৯ ভ্যাকসিন পাবেন। খবর এএফপি’র।
এরআগে বাইডেন ইঙ্গিত দিয়েছিলেন যে, বসন্তকাল নাগাদ সকলের জন্য ভ্যাকসিন সহজলভ্য হতে পারে। তবে ভ্যাকসিনের সহজলভ্যতা এবং এগুলো সরবরাহ সক্ষমতা নিয়ে জটিলতার কথা উল্লেখ করে হোয়াইট হাউস সম্প্রতি তাদের আশাবাদের ব্যাপারে সুর নরম করেছে।
সকল মার্কিন নাগরিককে কবে নাগাদ টিকা দেয়া হবে জানতে চাইলে বাইডেন সিএনএন টাউন হলে সরকারি সদস্যদের সাথে এক বৈঠকে বলেন, ‘এ বছরের জুলাইয়ের শেষ নাগাদ তা সম্ভব হবে।’
তিনি বলেন, ‘জুলাইয়ের শেষ নাগাদ আমরা ৬০ কোটি ডোজ ভ্যাকসিন হাতে পাবো। প্রত্যেক আমেরিকানকে টিকা দেয়ার জন্য এ সংখ্যক ভ্যাকসিন যথেষ্ট।’
বাইডেন আরো বলেন, তিনি দ্রুত শিশুদের স্কুলে ফেরাতে এবং শিক্ষকদের টিকা দিতে চান।
মানুষের চলাফেরা কবে নাগাদ স্বাভাবিক হতে পারে টাউ সে ব্যাপারে বাইডেন বলেন, ‘আগামী বড়দিন একেবারে ভিন্ন আমেজে অনুষ্ঠিত হবে।’
