শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম জাতীয়ছিনতাইরোধে মাঠে নামছে পুলিশের বিশেষ ইউনিটঃ আইজিপি

ছিনতাইরোধে মাঠে নামছে পুলিশের বিশেষ ইউনিটঃ আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বাহারুল আলম বলেছেন, ছিনতাই রোধে শিগগিরই পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট মাঠে নামবে।

আজ সোমবার রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত “মানবাধিকার ও পরিবেশের ওপর গুরত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায়” অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, রাতে ছিনতাই বেড়েছে বিষয়টি আমলে নিয়েছি। এটি প্রতিরোধে বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব ও এন্টি টেরোরিজম ইউনিট যৌথভাবে পেট্রোলিং করবে। আজ থেকে এটি বাস্তবায়িত হবে বলে আশা করছি।

তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট মূলত যারা সমাজবিরোধী সন্ত্রাস করে তাদের বিরুদ্ধে চলমান রয়েছে। ডেভিল হান্টে বড় সন্ত্রাসী, চোরাকারবারি সবাই ধরা পড়ছে। একটি গোষ্ঠী চায় না বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক। সেটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments