বুধবার, মার্চ ২৬, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিক কানাডায় মহামারি সংক্রান্ত প্রথম কারফিউ জারির নির্দেশ দিলেনঃ কুইবেক প্রধানমন্ত্রী

কানাডায় মহামারি সংক্রান্ত প্রথম কারফিউ জারির নির্দেশ দিলেনঃ কুইবেক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ কুইবেকের প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস লিগাল্ট বুধবার কানাডায় এই প্রথম মহামারি সংক্রান্ত কারফিউ জারির নির্দেশ দিয়েছেন। কোভিড-১৯ রোগ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের লাগাম টেনে ধরতে নতুন লকডাউন পদক্ষেপের অংশ হিসেবে তিনি এমন আদেশ দেন। খবর এএফপি’র।
এক সংবাদ সম্মেলনে লিগাল্ট বলেন, কুইবেক প্রদেশে শনিবার থেকে নতুন এ লকডাউন এবং রাত ৮ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ বলবৎ করা হবে।
তিনি বলেন, ‘আমরা এসব পদক্ষেপ কার্যকর করতে পুলিশকে বলে দিয়েছি।’
তিনি আরো বলেন, যারা এ আইন ভঙ্গ করবে তাদের সর্বোচ্চ ৬ হাজার কানাডীয় ডলার (৭শ’ মার্কিন ডলার) জরিমানার মুখে পড়তে হবে।
ঐতিহাসিকদের মতে, একশ’ বছর আগে ছড়িয়ে পড়া স্প্যানিশ ফ্লু’র পর থেকে কানাডায় আর এ ধরনের কারফিউ জারির নির্দেশ দেয়া হয়নি।
কুইবেকে বুধবার নতুন করে ২ হাজার ৬৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ৪৭ জনের মৃত্যু ঘটেছে। এদিন, দেশব্যাপী ৭ হাজার ৫২৪ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৬ লাখ ২৪ হাজারে এবং মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজারে দাঁড়ালো।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান

যশোরে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। যশোরের জেলা ও দায়রা জজ শেখ...

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা ও যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু...

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের উদ্বোধন

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার সিএইসটি শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান গত ০৪ঠা মার্চ ২০২৫ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ...

মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। আবার...

Recent Comments