মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিককরোনা সংক্রমণ বেড়েছেঃ প্যারিসে জারি হতে পারে নতুন লকডাউন

করোনা সংক্রমণ বেড়েছেঃ প্যারিসে জারি হতে পারে নতুন লকডাউন

গ্রামীণ কৃষি ডেস্কঃ ফ্রান্সে গত প্রায় চার মাস পর বুধবার সর্বোচ্চ সংখ্যক লোক করোনায় আক্রান্ত হয়েছে।
এ প্রেক্ষিতে প্যারিস অঞ্চলে নতুন করে লকডাউন ঘোষনা হতে পারে।
গত ২৪ ঘন্টায় দেশটিতে ৩৮ হাজার ৫০১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর একদিন আগে এ সংখ্যা ছিল ২৯ হাজার ৯৭৫ জন।
দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, নভেম্বরের পর এ সংখ্যা সর্বোচ্চ।
ফ্রান্সে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে ২৪৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১ হাজার ৪২৭ জন।
ফরাসী প্রধানমন্ত্রী জ্যাঁ কাসটেক্স মঙ্গলবার বলেছেন, প্যারিস অঞ্চলে নতুন করে লকডাউন দেয়া হতে পারে।
বৃহস্পতিবার এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।
এদিকে বুধবার প্যারিসের বাইরে হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, যে কোন পদক্ষেপই হবে সামঞ্জস্যপূর্ণ ও অঞ্চল ভিত্তিক।
সরকারি তথ্য উপাত্ত থেকে জানা গেছে, ফ্রান্সে এ পর্যন্ত ৫৫ লাখ লোক টিকার একটি ডোজ এবং প্রায় ২৪ লাখ লোক দ’ুটি ডোজই গ্রহণ করেছেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments