মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম বিনোদনআনুষ্ঠানিকতার মাধ্যমে অস্কার শুরু হতে যাচ্ছে

আনুষ্ঠানিকতার মাধ্যমে অস্কার শুরু হতে যাচ্ছে

গ্রামীণ কৃষি ডেস্কঃ মহামারীতে ক্ষতিগ্রস্থ এ বছরের অস্কার অনুষ্ঠান রূপ নিতে যাচ্ছে।
কোভিড -১৯ বেড়ে যাওয়ায় পরীক্ষার সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে মনোনীত ব্যক্তি এবং তাদের অতিথিদের নিয়ে লস অ্যাঞ্জেলেসে ২৫ এপ্রিল প্রদর্শনীর ভেতর দিয়ে এ বছরের বিলম্বিত হলিউড পুরষ্কারের মৌসুমটি শেষ হবে। খবর এএফপি’র।
শুক্রবার একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস একাডেমি জানিয়েছে, ইম্মি-বিজয়ী প্রদর্শনী বিশেষজ্ঞ গ্লেইন ওয়েইস ষষ্ঠবারের মতো সরাসরি অস্কার পরিচালনা করবেন এবং পরিচালক স্টিভেন সোডারবার্গসহ একটি দল তা প্রযোজনা করবেন।
কোভিড -১৯ র কারণে গত বসন্ত থেকে হলিউডের মুক্তি পাওয়া সিনেমা ও সরাসরি ইভেন্টগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার পরে এই বছরের অস্কার অনুষ্ঠান ২৫ এপ্রিল পর্যন্ত আট সপ্তাহ পিছিয়ে দেয়া হয়।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments