সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম জাতীয় অমর একুশে বইমেলা ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত

অমর একুশে বইমেলা ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত

গ্রামীণ কৃষি ডেস্কঃ অমর একুশে বইমেলা ২০২১ আগামী ১৮ মার্চ থেকে শুরু হয়ে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মেলা পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান জানান, করোনা ভাইরাসের কারণে নির্দিষ্ট সময়ে বইমেলা না হলেও স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৮ মার্চ থেকে বই মেলা অনুষ্ঠিত হবে। ১৪ এপিল পর্যন্ত টানা ২৮ দিন এই মেলা চলবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চূয়ালি বা সরাসরি বইমেলা উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
এ এইচ এম লোকমান আরো বলেন, বইমেলায় আগত দর্শনার্থীদের সবাইকে মাস্ক পরিধান করতে হবে। বই বিক্রেতাদেরও মাস্ক পরিধান করতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের বিষয়েও গুরুত্বারোপ করার নির্দেশনা রয়েছে। পাশাপাশি জনস্বার্থে রমনা এলাকায় প্রথমবারের মতো ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটের সামনে দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বদিক দিয়ে দর্শনার্থীদের যাতায়াতের জন্য গেট নির্মাণের পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক মনিরুল হক আজ বাসসকে জানান, বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশক ও পরিবেশকদেরকে স্টল ভাড়া আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করার বিষয়ে সভায় আলোচনা করা হয়।
তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে পুস্তক প্রকাশকদের ব্যবসায়ে মন্দা থাকায় স্টলের ভাড়া কমিয়ে সরকারি প্রণোদনা হিসেবে ঘোষণা দেওয়ার জন্য সমিতির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম হয়ে উঠে হাতিয়ার চরঈশ্বর সবজি বাজার

ভোরের আলো ফোটার আগেই ক্রেতা-বিক্রেতার হাঁক-ডাকে সরগরম হয়ে উঠে হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের নিরাপদ সবজি বাজার। কৃষকদের পরম যত্নে আবাদ করা সবজি বিক্রি হয়...

আগামী নির্বাচনকে এযাবৎকালের সেরা ও ঐতিহাসিক করতে চাইঃ প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকার এযাবৎকালের সেরা করার পরিকল্পনা করছে, যাতে এটি গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত...

পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের কাজ যেন দৃশ্যমান হয় ইউএনডিপি নতুন প্রকল্প বাস্তবায়নে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র পরামর্শ

ইকোসিস্টেম, প্রকৃতি ও পরিবেশ সবকিছুর অবস্থান যা যেখানে আছে তা ঠিক রেখে পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন করতে হবে। পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের...

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সকাল ১০টায় এই দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে।

Recent Comments