ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ রাজধানীতে অবৈধভাবে গ্যাস সংযোগ এর ছড়াছড়ি। আবাসিকে গ্যাস সংযোগ বন্ধ থাকলেও তা থেমে নেই। নতুন ও সম্প্রসারিত স্থাপনার প্রায় শতভাগ ক্ষেত্রে অবৈধভাবে সংযোগ নেওয়া হচ্ছে নানা কায়দায়। সরকারের খাতায় না ওঠা এসব সংযোগের প্রতিটি চুলার বিল মাস শেষে নেওয়া হয়।
বিশেষ করে ঢাকার হাজারীবাগ ও মোহাম্মদপুর এলাকায়। সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সূএমতে এই এলাকা সমূহে অনেক বাড়িতেই ১ টি অনুমোদিত গ্যাস সংযোগ থাকলেও অনেকেই অবৈধ ভাবে ১০- ১২ টি সংযোগ নিচ্ছে। এই সব বাড়ীগুলোতে নেই নগর উন্নয়ন কর্তৃপক্ষের কোন অনুমোদন। আবার ৫ তলা দালানের অনুমোদন নিয়ে কেউ কেউ ৭ তলা দালান তৈরি করছেন। যাহা দন্ডনীয় অপরাধ । কারা এর সাথে জড়িত!!
এখনই সঠিকভাবে মনিটরিং করা একান্ত প্রয়োজন।
এই সব এলাকায় বাড়ীর নিচে সরকারের অনুমোদন ছাড়া দোকানপাট তৈরি হচ্ছে । এগুলোর ৯৫ ভাগই সিটি করপোরেশন এর ট্রেড লাইসেন্স বিহীন। এতেও বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।
আমরা উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাচ্ছি। অথচ বিপুল পরিমাণ রাজস্ব আমরা হারাচ্ছি এই সব কারনে। এই অপকর্মের সাথে কোন ব্যক্তি নাকি কোন প্রতিষ্ঠান জড়িত তা খুঁজে বের করা জরুরি ভাবে প্রয়োজন।