মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম মহানগরসেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ কর্মসূচি

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ কর্মসূচি

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে নির্মাণ শ্রমিকদের সচেতন করতে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রাজধানীর গুলশান-২ এ শান্তা হোল্ডিংস কর্তৃক নির্মাণাধীন ১৬ তলা ভবনে  আজ মঙ্গলবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৭৫ জন নির্মাণশ্রমিক অংশগ্রহণ করেন।

ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন প্রধান অতিথি হিসেবে সকাল ১১ টায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।  স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। 

শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে বক্তব্য রাখেন চিফ প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার মেজর (অব.) হাফিজ আল আসাদ।

উদ্বোধনী বক্তব্য শেষে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে শ্রমিকদের সেপটিক ট্যাংকের ঝুঁকি ও প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

দুপুর সাড়ে ১২টায় ব্যবহারিক প্রদর্শনী হয়। এতে দেখানো হয় কীভাবে স্মোক ইজেক্টর ও এয়ার ভেন্টিলেটর ব্যবহার করে সেপটিক ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাস বের করা যায়। এছাড়া অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভানো এবং গ্যাস সিলিন্ডারের অগ্নিকাণ্ড মোকাবেলার কৌশল প্রদর্শন ও অনুশীলন করানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, সেপটিক ট্যাংক দুর্ঘটনা দেশের জন্য একটি বড় ঝুঁকি। শুধু গত ৫ বছরে সেপটিক ট্যাংক ও সুয়ারেজ লাইন সম্পর্কিত দুর্ঘটনায় ২২৮ জন নিহত হয়েছেন। সম্প্রতি গত ৩১ আগস্ট মুন্সীগঞ্জে এ ধরনের ঘটনায় ৩ জন শ্রমিকের মৃত্যু হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে সংস্থাটি।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments