শেরপুর জেলার নালিতাবাড়ীতে বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে ৫ একর জমির আমন আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।
শুক্রবার ভোরে উপজেলার পোড়াগাও ইউনিয়নের পশ্চিম সমশ্চূড়ার ঝোরাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, মধুটিলা রেঞ্জের বন কর্মকর্তা মো. দেওয়ান আলী।
স্থানীয় সূত্রে জানা যায় , শুক্রবার গভীর রাতে ৩০/৩২ টি বন্যহাতির একটি দল খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসে। এসময় বন্যহাতির দল স্থানীয় পশ্চিম সমশ্চূড়া গ্রামের কৃষক মোশাররফ হোসেন, মো. সাইদ মিয়া, শামসুন্নাহার, জুলেখা বেগম, মো. আবু বকর সহ ১৪ /১৫ কৃষকের প্রায় ৫ একর জমির আমন ধানের ফসল পা দিয়ে মাড়িয়ে বিনষ্ট করে।
এদিকে সংসার চালানোর একমাত্র অবলম্বন এই ফসল নষ্টে বিপদে পড়েছেন পাহাড়ি জনপদের কৃষকেরা।
ক্ষতিগ্রস্ত কৃষক মোশাররফ হোসেন জানান,প্রতি বছর হাতির পাল খাদ্যের সন্ধানে লোকালয় চলে আসে। গতকালও গভীর রাতে হাতির দল এসে আমার প্রায় ২ একর আমন ধানের ফসল নষ্ট করেছে। এবার ধানের সঙ্গে আমার একটি মাছের ঘেরেও হাতি নেমে পড়ায় দু’পাড় ভেঙে ৩০/৪০ হাজার টাকার মাছ বেরিয়ে গেছে। আমাদের দাবী সরকার যেন এই সমস্যার স্থায়ী সমাধান করে।
একই গ্রামের বিধবা কৃষাণী জুলেখা বেগম বলেন, বিভিন্ন এনজিও থেকে ঋণ এবং ধার দেনা করে পৌনে ২ একর জমিতে আমন আবাদ করেছি। একরাতেই আমার সব ফসল হাতি নষ্ট করে ফেলেছে।
এবিষয়ে মধুটিলা রেঞ্জের বন কর্মকর্তা বলেন, আমরা ক্ষতিগ্রস্ত গ্রাম ও ধানক্ষেত পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। যথাযথ নিয়ম মেনে তারা আবেদন করলে, সরকারি ভাবে ক্ষতিপূরণ পাবে।