বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম সংগঠনমানিকছড়িতে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত

মানিকছড়িতে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত

খাগড়াছড়িঃ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক কর্মসূচীর অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার সকল শাখা কমিটি সমূহের সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ জুলাই-২০২২ খ্রি. মানিকছড়ি উপজেলা শাখা কার্যালয়ে বাটনাতলী শাখা কমিটির সভাপতি আবুল খায়ের ‘র সঞ্চালনায় ও সংগঠনের কেন্দ্রীয় পর্ষদের সদস্য, সৈয়দ মোরশেদুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সংলাপে প্রধান অতিথি ছিলেন, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সদস্য, মোহাম্মদ লোকমান হোসেন ফকির। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় পর্ষদের সদস্য, মো. জয়নাল আবেদীন জুলু, কাজী মো. হারেজ, মো. জসিম উদ্দিন, মো. আবুল হাসেম, মো. আজগর আলী, খাগড়াছড়ি জোনের সমন্বয়কারী, মো. মনির হোসেন ও গোলাম মোস্তফা প্রমূখ। স্বাগত বক্তব্যে খাগড়াছড়ি জোনের সমন্বয়কারী, মো. মনির হোসেন মাস্টার বলেন, খাগড়াছড়ি জোনে বিভিন্ন উপজেলায় ১০টি শাখা কমিটি নিরলস ভাবে মানবিক কার্যক্রম করে আসছে। শিক্ষা, স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তরিকা ভিত্তিক এই সংগঠন। কমিটির কেন্দ্রীয় পর্ষদের আন্তরিক ও মানবিক সহযোগিতায় ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। এ সময় খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার ১০টি শাখার সভাপতি/সম্পাদকসহ প্রতিটি শাখার ৬ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

গ্রামীণ কৃষি / এম.জুলফিকার আলী ভুট্টো

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments