এম. জুলফিকার আলী ভুট্টোঃ শুক্রবার ( ২০ জুন ) সকাল ৯ টায় মিরপুর-২ জাতীয় স্টেডিয়াম সংলগ্ন, হাংরীগেস্ট রেস্টুরেন্টে বাংলাদেশ ইমার্জিং স্পোর্টস কমেন্টেটরস এসোসিয়েশন (বেসকা) এর পুনর্মিলনী ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইমার্জিং স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশন’র সভাপতি ক্রীড়া ভাষ্যকার নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষিয়ান জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার কিংবদন্তি আলফাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার মো. সামসুল ইসলাম, মো. জামিলুর রহমান, মোহাম্মদ কামরুজ্জামান, সাজ্জাদ উদাশ, আহমেদ বিন পারভেজ, ঈসমাইল হোসেন মিলন, রেডিও ভূমির মুজাহিদ, উদয় পূর্ণ, বাংলাদেশ বেতার রাজশাহীর ক্রীড়া বিশ্লেষক, ভাষ্যকার টি-স্পোর্টস, রেডিও ভূমি আমানুল্লাহ আমান, রেডি ভূমির ধারাভাষ্যকার ইমরান জামিল, রাজশাহী বেতারের ক্রীড়া বিশ্লেষক কামাল হোসেনসহ সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান দেওয়ান, রেজাউল করিম।
অপু দেওয়ান ও শাহীন আলম’র যৌথ উপস্থাপনায় সমগ্র অনুষ্ঠানটি লিড করেন উপদেষ্টা ইমরান জামিল ও নুরনবী লিটন। অনুষ্ঠানে ক্রীড়া ধারাভাষ্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে ১ম স্থান দখল করে পাবনার আইনুল ইসলাম, ২য় স্থান দখল করে রাজশাহীর কামাল হোসেন এবং ৩য় স্থান দখল করে গাজীপুরের লুতফর রহমান এবং বর্ষসেরা ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে নির্বাচিত হয়েছে মো. আমানুল্লাহ আমান এবং বর্ষিয়ান ক্রীড়া ভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদকে কিংবদন্তি পদবীতে হিসেবে ভূষিত করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে সনদপত্র প্রদান করা হয়।