মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম সারা বাংলাপার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য্য কোনভাবেই বিনষ্ট করা যাবেনা- পার্বত্য সচিব

পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য্য কোনভাবেই বিনষ্ট করা যাবেনা- পার্বত্য সচিব

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক বলেছেন, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য্য কোনভাবেই বিনষ্ট করা যাবেনা। পার্বত্য অঞ্চলের পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করে সচিব বলেন, পাহাড়ের চূড়ায় সরকারি অনুমতি ছাড়া বহুতল কোন ইমারত নির্মাণ করা যাবে না। তবে পর্যটন শিল্পের প্রয়োজনে পাহাড়ে স্থাপনা নির্মাণে প্রাকৃতিকগতভাবে নিরাপদ বিবেচনা করে পাহাড় সাজানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা / কর্মচারীদের মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর / সংস্থার মাঠ পর্যায়ে কার্যক্রমের সাথে সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণে তিনি এ কথা বলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাঠ পর্যায়ে কার্যক্রমের সাথে সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে দক্ষতা উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ৩২ জন কর্মকর্তা কর্মচারী ৩ দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণের জন্য সরেজমিন রাঙ্গামাটি পরিদর্শন করেন।

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার ও উপসচিব মোহাম্মদ সামছুল হক প্রশিক্ষণে মডারেটর ছিলেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments