মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম প্রবাসের খবরপর্তুগাল প্রবাসী মাহবুবুল আলম হত্যার দ্রুত বিচারের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন

পর্তুগাল প্রবাসী মাহবুবুল আলম হত্যার দ্রুত বিচারের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন

গত ১৩ জুন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের গুলিতে নিহত পর্তুগাল প্রবাসী মাহবুবুল আলম হত্যার দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে কাজা দো বাংলাদেশ এর আয়োজনে শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন দেশটিতে বসবাসরত সর্বস্তরের প্রবাসীরা।

বিকাল সাড়ে তিন টায় পর্তুগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কমিউনিটির নেতৃবৃন্দ হত্যার দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং প্রবাসীদের পূর্ণনিরাপত্তার দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

শান্তিপূর্ণ মানববন্ধনে আগত প্রবাসীরা বলেন আমরা পর্তুগালের সকল আইন কানুনকে শ্রদ্ধা এবং সম্মান করি। আমরা অভিবাসী আমরা আমাদের প্রাপ্য সম্মান চাই। ব্যবসা প্রতিষ্ঠানে এবং কর্মক্ষেত্রে পূর্ণ নিরাপত্তা চাই। আশা করি সরকার হত্যার দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি প্রদান করে দৃষ্টান্ত স্হাপন করবে।

মানববন্ধনে পর্তুগালের সকল সামাজিক রাজনৈতিক আঞ্চলিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments