বিনোদন ডেস্কঃ বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিগ এ্যাপেল চায়নিজ রেস্তোরাঁয় মাতৃছায়া থিয়েটারের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন(BPF) এর কেন্দ্রীয় সভাপতি সরকার মো. আবুল কালাম আজাদ বিশেষ অতিথির বক্তব্যে বলেন সাত বছরের পথচলা কোনো সংগঠনের জন্য খুব ছোট সময় নয়। এ সময়ে নানা প্রতিকূলতা সত্ত্বেও মাতৃছায়া থিয়েটার তার শিল্পকর্ম, নাট্যচর্চা ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে যে অগ্রযাত্রা বজায় রেখেছে—তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
থিয়েটার কেবল বিনোদনের মাধ্যম নয়। নাটক আমাদের সমাজ-সংস্কৃতি, ইতিহাস ও চেতনাকে নতুনভাবে উপলব্ধি করতে শেখায়। এটি মানুষের মননে জাগিয়ে তোলে সচেতনতা, মানবিকতা এবং ইতিবাচক চিন্তার আলোকশিখা। এ কারণেই বলা হয়—নাটক হচ্ছে সমাজের আয়না। সেই আয়নায় আমরা নিজেদের ভালো-মন্দকে দেখতে পাই এবং সঠিক পথের দিকনির্দেশনা পাই।
মাতৃছায়া থিয়েটার গত ৭ বছরে সেই দায়িত্বই পালন করে আসছে। তারা শুধু মঞ্চে নাটক পরিবেশন করেনি, বরং মানুষের অন্তরে চিন্তার খোরাক জুগিয়েছে, সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছে। নতুন প্রজন্মকে সংস্কৃতিচর্চায় যুক্ত করার এই প্রচেষ্টা সত্যিই যুগোপযোগী ও প্রয়োজনীয়।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী দিনগুলোতে মাতৃছায়া থিয়েটার আরও শক্তিশালী দল হিসেবে বিকশিত হবে, নতুন নতুন প্রযোজনার মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করবে এবং আমাদের জাতীয় সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রনী ব্যাংক সিবিএ’র সভাপতি আরিফ হোসেন খান রনি, সম্মিলিত নাট্যকর্মী জোটের সভাপতি মো.মাসুমুল হক সোহেল, মাওলানা ভাসানী পরিষদের সভাপতি পারভীন নাসের ভাসানী, উওরা ব্যাংক সিবিএ’র সভাপতি মো. মোসলেহ উদ্দিন, প্যানেল চেয়ারম্যান অনামিকা হক প্রিয়াংকা এবং কথা সাহিত্যিক নাজনীন তৌহিদ।
সভায় সভাপতিত্ব করেন মাতৃছায়া থিয়েটারের সভাপতি ও বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. সানোয়ার হোসাইন। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন থিয়েটারের সাধারণ সম্পাদক অভিনেতা শরিফ সারোয়ার।