সরকার মো. আবুল কালাম আজাদ
✅সিলভার মিক্স ট্যাবলেট:
সিলভার মিক্স ট্যাবলেট (SilvaMix) একটি ধীরগতিতে পুষ্টি সরবরাহকারী সার, যা গাছের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটানোর জন্য ব্যবহৃত হয়।
✅এটি পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস এবং ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করে।
✅সিলভা মিক্স ট্যাবলেট গাছকে সুস্থ ও সবল রাখে এবং ছাদবাগান ও অন্যান্য টবে থাকা গাছের জন্য খুব উপযোগী।
✅সিলভার মিক্স ট্যাবলেটের ব্যবহার:
এটি গাছের গোড়ায় নির্দিষ্ট দূরত্বে পুঁতে দেওয়া হয়।
✅প্রতিটি ট্যাবলেটে গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস ও ম্যাগনেসিয়াম থাকে।
✅একবার ব্যবহার করলে কয়েক মাস পর্যন্ত গাছ পুষ্টি পায়।এটি টব, ছাদবাগান ও ফল-ফুল গাছে ব্যবহারের জন্য আদর্শ।
লেখকঃ কেন্দ্রীয় সভাপতি - বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন
কৃষি লেখক ও কথক - বাংলাদেশ বেতার