গ্রামীণ কৃষি ডেস্কঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার্থে আগামী ২৫ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারী, ২০২২) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রাথমিকভাবে জাতীয় পতাকাবাহী এই বিমান প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি ও সোমবার সাপ্তাহিক চারটি ফ্লাইট পরিচালনা করবে। শারজাহ থেকে ফিরতি ফ্লাইট চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছাবে।
বৃহস্পতিবার থেকে যাত্রীরা এই রুটের টিকিট কিনতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গ্রামীণ কৃষি/ সুরমা
