রংপুরে সনাতন ধম্বালম্বীদের শারদীয় দূর্গাউৎসবে মন্ডপে মন্ডপে পূজারিদের ভীড়। ঢাকঢোল, আর বাধ্যযন্ত্র মূখরিত রংপুর মহানগরীর পূজা মন্ডপগুলো। সর্বত্র সাজ সাজ রব। এরই মধ্যে রংপুর মহানগরীর পুজা মন্ডব পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে সাক্ষাত করেছেন রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন আংশিক) আসনের বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, মহানগর বিএনপি ও বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের আহবায়ক সামসুজ্জামান সামু।
তিনি গত রোববার রাতে রংপুর নগরীর ১১ নং ওয়ার্ডের রাজেন্দ্রপুর মোস্তাপুর স্কুল মাঠে স্থাপতি পুজার মন্ডপ পরিদর্শন করেন ও সনাতন ধর্মলম্বীদের আয়োজনে শারদীয় দুর্গা পুজায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এরপরে তিনি মহানগরীর বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন।
এসময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ভট্রাচার্য্য, সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র ঘোষ, রাজেন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও হাজীরহাট থানার বিএনপির সম্বনয়ক মকবুল হোসেন, মহানগর বিএনপির সদস্য শামসুদ্দোহা সাজু, মহসীন আলী, রেজাউল করিম লাবলু, হাজীরহাট থানা পুজা কমিটির সাধারণ সম্পাদক বকুল চন্দ্র রায়, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক হারুন চেধুরী প্রমুখ। এসময় মহানগর বিএনপির সদস্য আব্দুস সালাম,২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম,১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন, মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম সবুজ সহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হিন্দু সম্প্রদয়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর গতকাল সোমবার বিকেলে নগরীর ৪ নং ওয়ার্ড সহ পশুরাম থানার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন আংশিক) আসনের বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, মহানগর বিএনপি ও বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের আহবায়ক সামসুজ্জামান সামু।
এসময় মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু বলেন, ধর্ম যার যার দেশ সবার, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী হিন্দু সম্প্রদায়ের এই বড় উৎসবকে সফল করতে মহানগর বিএনপি কাজ করছে। বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। নিরাপত্তার জন্য দলীয় কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে মাঠে রয়েছেন। উৎসবে কেউ বিশৃংখলা সৃষ্টি করলে তা কঠোর হস্তে প্রতিহত করা হবে। এসময় তিনি রংপুরের উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সোহেল রশিদ / রংপুর