নগর প্রতিবেদকঃ বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (BPF) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে / শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সবজি চাষাবাদের জন্য বিনামূল্যে উন্নত জাতের সবজি বীজ বিতরণ করা হয়।

রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সবজি বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (BPF) এর কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট লেখক সরকার মো. আবুল কালাম আজাদ।