বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম আইন-আদালতসাবেক সাংসদ আউয়াল কারাগারে

সাবেক সাংসদ আউয়াল কারাগারে

আদালত প্রতিবেদকঃ বুধবার (২৬ মে, ২০২১) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সাহিনুদ্দিন হত্যা মামলায় চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে এম এ আউয়ালসহ তিনজনকে আদালতে হাজির করে পুলিশ।

পরে আউয়ালের পক্ষের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে আসামি নূর মোহাম্মাদ হাসান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত অপর আসামি জহিরুল ইসলাম ওরফে বাবুকেও কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments