প্রতিটি শিক্ষার্থীকে ভেজাল ও বিষমুক্ত সবজি চাষে উৎসাহিত করা। আগামী প্রজন্মকে কৃষি ও প্রকৃতির প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ করা। পরিবারে স্বনির্ভরতা ও দায়িত্ববোধ তৈরি করা। একটি ছোট্ট বীজের মাধ্যমে সবুজ, সুস্থ ও উজ্জ্বল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (BPF) কেন্দ্রীয় কমিটি দেলপাড়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর কোমলমতি শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের সবজি বীজ বিতরণ করে।
সবজি বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (BPF) এর কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক গ্রামীণ কৃষি পত্রিকার উপদেষ্টা বিশিষ্ট লেখক সরকার মো. আবুল কালাম আজাদ।

অতিথি হিসেবে সবজি বীজ বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি ও অগ্নিবার্তা পত্রিকার সম্পাদক সাংবাদিক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কৃষিবিদ হাসান রুহী, উক্ত প্রতিষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনেষ শিল্প বিষয়ক সম্পাদক মো. সানোয়ার হোসাইন, কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও মানবাধিকার কর্মী সাংবাদিক মো. শাফিউর রহমান কাজী, বিশিষ্ট শিক্ষাবিদ ফনিদ্র চন্দ্র বাড়ই এবং দেলপাড়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আফরোজা আক্তার।