বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম কৃষিরাঙ্গামাটিতে প্রান্তিক মৎস্য চাষিদের প্রশিক্ষণ

রাঙ্গামাটিতে প্রান্তিক মৎস্য চাষিদের প্রশিক্ষণ

রাঙ্গামাটি জেলায় আজ ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন’ প্রকল্পের আওতায় কার্প জাতীয় মাছ চাষে সুফলভোগী মৎস্য চাষিদের নিয়ে রিফ্রেশার্স প্রশিক্ষণ এবং জেলায় আকষ্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষিদের মধ্যে উন্নতমানের মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে।

সম্প্রতি জেলা সদরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত এ রিফ্রেশার্স প্রশিক্ষণ ও মৎস্য খাদ্য শষ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. আবদুল্লাহ আল হাসান।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা ও রাঙ্গামাটি সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. টিপু সুলতান, সদর উপজেলার সাপছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীন চাকমা, বালুখালী ইউনিয়ন পরিষদের প্যানল চেয়ারম্যান বিপ্লব ত্রিপুরা, সদর উপজেলা ক্ষেত্র সহকারী মিতুল দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচীতে রাঙ্গামাটি সদর উপজেলার ২০ জন মৎস্য চাষী অংশগ্রহণ করেন। 

পরে, রাঙ্গামাটি সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ৩৮ জন প্রান্তিক মৎস্য চাষির মধ্যে জনপ্রতি ৫০ কেজি করে উন্নতমানের মৎস্য খাদ্য বিতরণ করা হয়।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments