সরকার মো. আবুল কালাম আজাদ
উচ্চফলনশীল বেগুন চাষ করন
জাত: শিংনাথ লং বেগুন
-শিংনাথ লং গাঢ় বেগুনী বর্ণের, কোমল ও খেতেও খুব সু-স্বাদু।
-গাছ মাঝারি আকৃতির এবং ঝোপালো হয়ে থাকে।
-যে সকল জমিতে পানি উঠেনা সে স্থানে শিংনাথ লং বেগুন গাছ দেড় থেকে দু বছর পর্যন্ত বেঁচে থাকে।
-প্রতি মৌসুমে এক একটি গাছ থেকে ২০-৩০ কেজি পর্যন্ত বেগুন পাওয়া যায়।
-একেকটি ফলের দৈর্ঘ্য ২৬-৩০ সেমি বা ১০-১২ ইঞ্চি হয়।
-প্রতিটি ফলের গড় ওজন ১৫০-১৮০ গ্রাম।
-শিংনাথ লং চারা রোপনের ৬০ থেকে ৭০ দিনের মধ্যে ফলন তোলা যায়।
লেখকঃ কৃষিতে বারো মাস গ্রন্হ সহ কৃষি বিষয়ক বহু গ্রন্হের লেখক
সভাপতি- বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (BPF)
সাধারণ সম্পাদক- আমরা পল্লবী বাসী, মিরপুর, ঢাকা।
উপদেষ্টা-দৈনিক গ্রামীণ কৃষি, সংবাদ প্রতিক্ষণ, অগ্নিবার্তা পত্রিকা।
কথকঃ বাংলাদেশ বেতার।