বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিকপ্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দ্বিতীয় শিশুর প্রত্যাশায়

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দ্বিতীয় শিশুর প্রত্যাশায়

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন।
ভ্যালেন্টাইনস ডে’র ঘোষণায় এক মুখপাত্র এ কথা জানান।
এই দম্পতি সাদা-কালো রঙের একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা গেছে তারা সকলে হাসিমুখে একটি গাছের নিচে দাঁড়িয়ে আছেন। ছবিতে মার্কেকে (৩৯) গর্ভবতী বলে মনে হয়েছে।
ওই মুখপাত্র জানান, আমরা নিশ্চিত করতে পারি আর্চি বড় ভাই হতে যাচ্ছেন। ডিউক ও ডাচেস অব সাসেক্স দ্বিতীয় সন্তানের প্রত্যাশায় ভীষণ আনন্দিত।
উল্লেখ্য, ৩৭ বছর আগে ঠিক এই দিনে ব্রিটিশ পত্রপত্রিকা প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়নার দ্বিতীয় সন্তান অর্থাৎ হ্যারিকে গর্ভধারণের ঘোষণা দিয়েছিল।
ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের নাতি হ্যারি (৩৬) ও মেগান গত বছরের র্মাচ মাসে প্রথম সারির রাজকীয় দায়িত্ব থেকে সরে যান। বর্তমানে তারা ক্যালিফোর্ণিয়ায় বসবাস করছেন।
বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র জানিয়েছেন, ডিউক অব এডিনবার্গ, প্রিন্স অব ওয়েলসসহ পুরো পরিবার নতুন এ খবরে আনন্দিত ও তাদের শুভ কামনা জানিয়েছেন।
এর আগে গত নভেম্বরে নিউইয়র্ক টাইমস জুলাই মাসে মার্কেলের মিসক্যারেজ হওয়ার খবর জানিয়েছিল।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments