বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম স্বাস্থ্যপল্লবী বাসী'র পক্ষ থেকে বিনামূল্যে হোমিও ঔষধ বিতরন

পল্লবী বাসী’র পক্ষ থেকে বিনামূল্যে হোমিও ঔষধ বিতরন

মোঃ মাসুম জাহিদ মাসুদঃ কোভিড-১৯ ( করোনা ভাইরাস) প্রতিরোধের জন্য মানবদেহে রোগ প্রতিরোধের কার্যকারীতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা -১৬ আসন এলাকায় ( পল্লবী ও রুপনগর থানা) সরকার অনুমোদিত সামাজিক সংগঠন ” আমরা পল্লবী বাসী ” সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে ১০০০ ( এক হাজার ব্যক্তিদের) হোমিও ঔষধ বিতরন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুল হামিদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট কৃষি লেখক সরকার মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড এর মাননীয় চেয়ারম্যান হোমিওরত্ন ডা: দিলীপ কুমার রায়। উদ্বোধক বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্টার কাম সচিব ডা: মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ১) অধ্যাপক ডা: মো. সামছুজ্জোহা আলম। ২) ডা: মো. রফিকুল ইসলাম ( মহাসচিব, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন বাংলাদেশ)।

অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন কৃষিবিদ এমদাদ হোসেন – বিশিষ্ট লেখক ও সম্পাদক, শেখ জামাল আহমেদ ( যুগ্ম সাধারণ সম্পাদক – আমরা পল্লবী বাসী), অধ্যাপক ডা: নাজমুল হাসান (জেমসন), এস এম আশরাফুল আলম ( সম্পাদক : গ্রামীন কৃষি ও সদস্য – আমরা পল্লবী বাসী), সৈয়দ মোশারফ হোসেন পাপ্পু (সাংগঠনিক সম্পাদক, আমরা পল্লবী বাসী), বীর মুক্তিযোদ্ধা মো. জামান (সদস্য, আমরা পল্লবী বাসী), মো. তারিক আলী রাজা (সদস্য, আমরা পল্লবী বাসী), মো. টুটুল (সদস্য, আমরা পল্লবী বাসী), শেখ ওলী ( সদস্য- আমরা পল্লবী বাসী), সাংবাদিক সরকার জীবন ( সদস্য আমরা পল্লবী বাসী), মো. হানিফ ( সদস্য- আমরা পল্লবী বাসী)

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments