এম.জুলফিকার আলী ভুট্টো, খাগড়াছড়িঃ খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনট্যহরী ইউনিয়নের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প’র ইউনিয়ন সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন সমন্বয় সভা পরিচালনা করেন সহকারী প্রকল্প ব্যবস্থাপক রুবেল সাহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনট্যহরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যগণ জাহাঙ্গীর হোসেন ,আবুল কালাম, মো. হানিফ, শাহ আলম, টিপু সুলতান, কালাম হোসেন, নুরজাহান বেগম, ফরিদা বেগম, মাঠ সংগঠক সেলিনা আক্তার, আছাই মার্মা, নিউমা মারমা, উম্রাসং মারমা প্রমুখ।