সরকার মোহাম্মদ আবুল কালাম আজাদ
আজকাল অনেকেই শহরে থেকেও ছাদে বা বারান্দায় সবজি চাষ করছেন। ছবিতে যেমন দেখা যাচ্ছে, টবে বাঁশের মাচায় উঠিয়ে করলা গাছ লাগানো হয়েছে। এটি শুধু দেখতেই নয়, বাস্তবেও একটি কার্যকর উপায়।
কেন ছাদে করলা চাষ করবেন?
✅ করলা শরীরের জন্য ভীষণ উপকারী
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
✅ বাজার থেকে কেনা করলায় অনেক সময় কীটনাশকের ব্যবহার থাকে, কিন্তু নিজে চাষ করলে নিশ্চিতভাবে নিরাপদ সবজি পাওয়া যায়।
✅ অল্প জায়গায় বেশি ফলন পাওয়া সম্ভব।
✅ পরিবারের সদস্যদের কৃষির প্রতি আগ্রহ ও ভালোবাসা বাড়ে।
চাষের টিপসঃ
১. বড় টব বা বস্তায় চাষ করলে গাছ ভালোভাবে বেড়ে ওঠে।
২. বাঁশের মাচা দিলে লতাগুলো সহজে ছড়িয়ে যায় এবং প্রচুর ফল ধরে।
৩. নিয়মিত পানি দেওয়া ও মাটিতে জৈব সার ব্যবহার করলে ফলন দ্বিগুণ হয়।
৪. ফুল আসার সময় গাছকে পর্যাপ্ত রোদে রাখলে ফলন ভালো হয়।
👉 শহরে জায়গার অভাব থাকলেও টবে বা ছাদে করলা চাষ করা যায় খুব সহজে। এটি হতে পারে আপনার পরিবারের জন্য স্বাস্থ্যকর খাবারের উৎস এবং একসাথে মানসিক শান্তিরও মাধ্যম।