বুধবার, এপ্রিল ২৩, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম মহানগর৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি’র মৃত্যুতে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সভাপতি ও সাধারণ...

৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি’র মৃত্যুতে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের শোক

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মহানগর উত্তরের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি হাজী এস এ খোকন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা (২০১২-২০১৯ইং) বিশিষ্ট কৃষি লেখক সরকার মো. আবুল কালাম আজাদ,সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক এবং সাবেক মেরিন ছাত্রলীগ নেতা এস এম আশরাফুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সময়ের আলো পত্রিকার প্রকাশক ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ।

বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও তরুণ আওয়ামী লীগ নেতা সরকার মো. আবুল কালাম আজাদ বলেন,হাজী এস এ খোকন এর মৃত্যুতে জাতি একজন দেশ প্রেমিককে হারালো। তার সাথে বৃহত্তর মিরপুরে আন্দোলন ও সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে এক সাথে ছিলাম। তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি ও একই সাথে সদালাপী মানুষ ছিলেন।

আজ এক শোক বিবৃতিতে তিনি মরহুম এস এ খোকন এর আত্মার মাগফেরাত এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এস এ খোকন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৩টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

উল্লেখ্য আজ বাদ জুম্মা ৬নং সেকশনের সি ব্লক জামে মসজিদে নামাজে জানাজা শেষে মিরপুর ১১ নাম্বার জান্নাতুল মাওয়া কবরস্হানে তার বাবার কবরে দাফন করা হয়।                                

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments