নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মহানগর উত্তরের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি হাজী এস এ খোকন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা (২০১২-২০১৯ইং) বিশিষ্ট কৃষি লেখক সরকার মো. আবুল কালাম আজাদ,সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক এবং সাবেক মেরিন ছাত্রলীগ নেতা এস এম আশরাফুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সময়ের আলো পত্রিকার প্রকাশক ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ।
বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও তরুণ আওয়ামী লীগ নেতা সরকার মো. আবুল কালাম আজাদ বলেন,হাজী এস এ খোকন এর মৃত্যুতে জাতি একজন দেশ প্রেমিককে হারালো। তার সাথে বৃহত্তর মিরপুরে আন্দোলন ও সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে এক সাথে ছিলাম। তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি ও একই সাথে সদালাপী মানুষ ছিলেন।
আজ এক শোক বিবৃতিতে তিনি মরহুম এস এ খোকন এর আত্মার মাগফেরাত এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এস এ খোকন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৩টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
উল্লেখ্য আজ বাদ জুম্মা ৬নং সেকশনের সি ব্লক জামে মসজিদে নামাজে জানাজা শেষে মিরপুর ১১ নাম্বার জান্নাতুল মাওয়া কবরস্হানে তার বাবার কবরে দাফন করা হয়।