বঙ্গবন্ধু পেশাজীবী লীগ’র উদ্যোগে দেশব্যাপী ৪৫ তম জাতীয় শোক দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর এক জরুরী বৈঠকে গৃহীত সিদ্ধান্তমতে এ কর্মসূচি গ্রহন করেছে সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে নিম্নরূপ কর্মসূচি ঘোষণা করে ৬ আগষ্ট কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী গাজী আহমেদ উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সকল স্তরের কমিটিকে তা বাস্তবায়নে নির্দেশনা দেয়া হয়েছে।
১৫ আগষ্ট থেকে ৩১ আগষ্ট পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি অনুসরণে ধর্মীয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নিরাপদ স্থানে কুরআন তেলাওয়াত,বিশেষ দোয়া, অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য/তবারক বিতরন করবেন।
১৫ আগষ্ট (শনিবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করবেন।
সংগঠনের সংশ্লিষ্ট স্তরের কমিটির পক্ষ থেকে জেলা, মহানগর, প্রাতিষ্ঠান, উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন সহ বিশেষ জনগুরুত্বপূর্ণ এলাকায় “শোকাবহ আগষ্ট ” এর ব্যানার/ফেস্টুন লাগানোর ব্যবস্থা করবেন।- বিজ্ঞপ্তি