আন্তর্জাতিক ডেস্কঃ
অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ৩৮০টি তিমির মরদেহ ভেসে এসেছে। এর আগে ১৯৯৬ সালে সর্বোচ্চ ৩২০টি মৃত তিমি সমুদ্র সৈকতে পাওয়া গিয়েছিল। সমুদ্রের তীরবর্তী এলাকায়ই থাকা এই তিমিগুলো কেন মারা যাচ্ছে সেটার কারণ এখনো জানা যায়নি।
সোমবার পর্যন্ত তাসমানিয়ার পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ৩৮০টি লম্বা পাখনাওয়ালা তিমির মরদেহ পাওয়া গেলেও দেশটির এ সংশ্লিষ্ট ব্যাক্তিদের ধারণা, এই সংখ্যাটা আরো বেশি হতে পারে।
বুধবার পর্যন্ত উদ্ধারকারী দল ৫০টি তিমিকে রক্ষা করতে পেরেছে দেশটির পার্ক ও বন্যপ্রাণী সেবা সঙ্গে সম্পৃক্ত ব্যাক্তিরা। আরো ৩০টির পরিচর্যা চলছে।
তাসমানিয়ার সরকার জানিয়েছে যতোদিন সম্ভব এই উদ্ধার ও পরিচর্যা কাজ চলবে। তাসমানিয়ার পার্ক ও বন্যপ্রাণী সেবার ম্যানেজার নিক ডেকা জানিয়েছেন এখন তাদের সামনে চ্যালেঞ্জ হলো মৃত তিমিগুলোকে তীর থেকে সরানো। ইতিমধ্যে তারা এ বিষয়ে একটি পরিকল্পনাও হাতে নিয়েছে।
এ সময় তিনি জানান, এর আগে যেগুলো মারা গেছে তার মধ্যে কিছু তীরবর্তী এলাকায় কবর দেওয়া হয়েছে। আর কিছু কিছু তীর থেকে টেনে নিয়ে গভীর সমুদ্রে ফেলে আসা হয়েছে।