আন্তর্জাতিক ডেস্কঃ বেলজিয়ামে ১ ডিসেম্বর থেকে দোকানপাট পুনরায় খুলে দেয়ার অনুমোদন দেয়া হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী আলেক্সজান্ডার ডি ক্রো শুক্রবার এ কথা জানান।
তবে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে যে আধা লকডাউন জারি রয়েছে তা অব্যাহত থাকবে।
ডি ক্রো বলেন, আমাদের দেশে করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে লকডাউন অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।
তিনি সতর্ক করে বলেন, এবারের ক্রিসমাস ও নতুন বছরের ছুটি ভিন্ন রকম হবে।
প্রধানমন্ত্রী বলেন, এ বছর ক্রিসমাস আমরা আমাদের পরিবার ও স্বল্পসংখ্যক লোকের সাথে পালন করবো। এটি হবে আরো নিবিড় উৎসব।
তিনি বলেন, চার সপ্তাহের অর্জন আমরা চারদিনে ধ্বংস করতে পারি না।
সংক্রমণ কমতে থাকলে মধ্য জানুয়ারি থেকে দেশজুড়ে সাধারণ নিষেধাজ্ঞা শিথিল করা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, ইউরোপ ভ্রমণের ব্যস্ত কেন্দ্র হিসেবে বিবেচিত বেলজিয়ামে করোনা ভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ সম্প্রতি তীব্র আকার ধারণ করে।
দেশটিতে এ পর্যন্ত প্রায় ৫ লাখ ৭০ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে এ পর্যন্ত ১৬ হাজার ৩শরও বেশি লোক।