বুধবার, মার্চ ২৬, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম শিক্ষাঙ্গণ ১৯৭১ সাল এবং ২০২১ সালের ক্যালেন্ডারের হুবহু মিল

১৯৭১ সাল এবং ২০২১ সালের ক্যালেন্ডারের হুবহু মিল

গ্রামীণ কৃষি ডেস্কঃ ১৯৭১ সাল এবং ২০২১ সালের ক্যালেন্ডারের রয়েছে হুবহু মিল এটার কারণ হলো-লক্ষ্য করুণ, ১৯৭১ সালের প্রথম দিন শুক্রবার। ১৯৭১ আর ২০২১ সালের মধ্যে ৫০ বছরের পার্থক্য। আর লীপ ইয়ার ১২ টা। তাহলে দিনের পার্থক্য = ৫০×৩৬৫ + ১২ + ১ = ১৮২৬৩ এই দিনের পার্থক্য ৭ দিয়ে বিভাজ্য। (সপ্তাহের ৭ দিন) যার জন্য ১৮২৬২ দিন পরে, অর্থাৎ ১৮২৬৩ তম দিনে আবার ১ তারিখে শুক্রবার হবে।

১৯৭১ সালের ১ জানুয়ারি ছিল শুক্রবার। চলতি বছরের প্রথম দিনও শুক্রবার। এমনকি দুটি বছরের শেষ দিনও পড়েছে শুক্রবারের ঘরে। শুধু প্রথম কিংবা শেষ দিন নয়, বছরের প্রতিটি দিনের তারিখ ও বারের মধ্যে রয়েছে হুবহু মিল। তার মানে গোটা পঞ্জিকাই রিপিট করবে।

লক্ষ্য করুণ, ১৯৭১ সালের প্রথম দিন শুক্রবার। ১৯৭১ আর ২০২১ সালের মধ্যে ৫০ বছরের পার্থক্য। আর লীপ ইয়ার ১২ টা।তাহলে দিনের পার্থক্য = ৫০×৩৬৫ + ১২ + ১ = ১৮২৬৩এই দিনের পার্থক্য ৭ দিয়ে বিভাজ্য। (সপ্তাহের ৭ দিন)যার জন্য ১৮২৬২ দিন পরে, অর্থাৎ ১৮২৬৩ তম দিনে আবার ১ তারিখে শুক্রবার হবে। তার মানে গোটা পঞ্জিকাই রিপিট করবে।

১৯৭১ ছাড়াও আরো ১১ বছরের ক্যালেন্ডারের সঙ্গে ২০২১ সালের মিল রয়েছে। এগুলো হলো-১৯০৯, ১৯১৫, ১৯২৬, ১৯৩৭, ১৯৪৩, ১৯৫৪, ১৯৬৫, ১৯৮২, ১৯৯৩, ১৯৯৯ ও ২০১০ সাল। এমনকি ২০২৭ সালেও একই ক্যালেন্ডারের দেখা মিলবে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান

যশোরে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। যশোরের জেলা ও দায়রা জজ শেখ...

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা ও যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু...

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের উদ্বোধন

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার সিএইসটি শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান গত ০৪ঠা মার্চ ২০২৫ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ...

মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। আবার...

Recent Comments