সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম বিনোদন হিরো আলমকে নিয়ে কোনো সিনেমা বানাবো না- চিত্রনায়ক অনন্ত জলিল

হিরো আলমকে নিয়ে কোনো সিনেমা বানাবো না- চিত্রনায়ক অনন্ত জলিল

জায়েদ হোসাইন লাকী, অনলাইন ডেস্ক: মিডিয়ার সবাইকে চমকে দিয়ে জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল হিরো আলমকে নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন। তার এই ঘোষণায় মিডিয়া জগতের অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন। পক্ষে-বিপক্ষে অনেক কথা উঠেছিলো। মূলত অনন্ত জলিল চেয়েছিলেন হিরো আলমকে পাশে রেখে তাকে উপরে তুলতে কিন্তু হিরো আলমের বিতর্কিত কর্মকাণ্ড দেখে চিত্রনায়ক অনন্ত জলিল তার সিদ্ধান্ত পরিবর্তন করেন।

চিত্রনায়ক অনন্ত জলিল এক বিবৃতিতে বলেন- আমি হিরো আলমকে নিয়ে কোনো সিনেমা বানাবো না এবং সাইনিং মানির পঞ্চাশ হাজার টাকাও আমি ফেরৎ নিবনা।

তিনি আরো বলেন- সিংহভাগ বিনোদন সাংবাদিকরা এবং চলচ্চিত্র পরিবারের সকল গুণীজনরা হিরো আলম কে নিয়ে সিনেমা বানানোর আপত্তি জানাচ্ছেন। এবং রিসেন্টলি তার কিছু অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সকলেই আবারো আমাকে নিষেধ করছেন, তাকে নিয়ে যেন সিনেমা না বানাই। সব সময় আমি বিব্রত হচ্ছি, হিরো আলমের এসব বিতর্কিত বিষয় গুলোর জন্য। দীর্ঘদিন যাবৎ আমি চলচ্চিত্র অঙ্গনে সম্মানের সাথে কাজ করে আসছি, চলচিত্রের প্রতিটি সংগঠনের সাথে ভালো সম্পর্ক আছে, প্রতিটি সংগঠনই আমাকে সম্মানের চোখে দেখে। তাই এই সম্মান রক্ষার্থে, বিতর্কিত কাউকে নিয়ে আমি সিনেমা বানাতে চাই না। চলচ্চিত্রের কোন সংগঠনই চাচ্ছেনা যে, আমি হিরো আলমকে নিয়ে সিনেমা বানাই। চলচ্চিত্রের প্রত্যকটি সংগঠনের সম্মানার্থে আমিও চাইনা বিতর্কিত কাউকে নিয়ে সিনেমা বানাতে।

চিত্রনায়ক অনন্ত জলিল আরো বলেন- হিরো আলমকে নিয়ে সিনেমা বানানোর আর একটি কারণ উল্লেখ না করলেই নয়, কিছুদিন আগে আমি নিজ উদ্যোগে জায়েদ খানের সঙ্গে হিরো আলমকে মিল করিয়ে দিয়েছিলাম, এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও তাদেরকে নিয়ে একসঙ্গে লাঞ্চ করেছিলাম। মীমাংসা করে দেওয়ার পরেও একই বিষয় নিয়ে হিরো আলম বিভিন্ন জায়গায় মন্তব্য করছেন যা মোটেও কাম্য নয়। আমার এত ব্যস্ততার মাঝেও আমি তাকে পাশে বসিয়েছিলাম, সে আমার মর্যাদা বোঝে নাই। আমার মর্যাদা যেহেতু বোঝে নাই তাই আমি চাইনা ভবিষ্যতে তার দ্বারা আমার মর্যাদা ক্ষুন্ন হোক। আমি চাচ্ছিলাম, তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করার জন্য, যাতে করে তার উপকার হয়। কিন্তু এ ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য মানুষের সঙ্গে আমার কাজ করা সম্ভব না। তার এই চারিত্রিক বৈশিষ্টের কারণে আমি আর তাকে নিয়ে সিনেমা বানাবো না। তাকে পঞ্চাশ হাজার টাকা সাইনিং মানি যেটি দিয়েছি সেটিও আমি চাইছি না, সেটি তাকে আমি দিয়ে দিলাম।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম হয়ে উঠে হাতিয়ার চরঈশ্বর সবজি বাজার

ভোরের আলো ফোটার আগেই ক্রেতা-বিক্রেতার হাঁক-ডাকে সরগরম হয়ে উঠে হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের নিরাপদ সবজি বাজার। কৃষকদের পরম যত্নে আবাদ করা সবজি বিক্রি হয়...

আগামী নির্বাচনকে এযাবৎকালের সেরা ও ঐতিহাসিক করতে চাইঃ প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকার এযাবৎকালের সেরা করার পরিকল্পনা করছে, যাতে এটি গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত...

পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের কাজ যেন দৃশ্যমান হয় ইউএনডিপি নতুন প্রকল্প বাস্তবায়নে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র পরামর্শ

ইকোসিস্টেম, প্রকৃতি ও পরিবেশ সবকিছুর অবস্থান যা যেখানে আছে তা ঠিক রেখে পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন করতে হবে। পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের...

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সকাল ১০টায় এই দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে।

Recent Comments