আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চারদিনের জরুরি চিকিৎসা শেষে সোমবার হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরেছেন।
হোয়াইট হাউসে ফিরেই তিনি তার মুখের মাস্ক খুলে ফেলেন এবং নির্বাচনী প্রচারণায় ফিরে যাওয়ার অঙ্গীকার করেন।
গত বৃহস্পতিবার ট্রাম্পের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের আর একমাসও বাকী নেই। এখনও জনমত জরিপে ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের জো বাইডেনের চেয়ে পিছিয়ে রয়েছেন। হোয়াইট হাউসে ট্রাম্পের ফেরার অর্থ নির্বাচনী লড়াইয়ে শামিল হতে তিনি এখন শারিরীকভাবে ঠিক আছেন। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
ট্রাম্পও টুইট করে বলেন, আমরা নির্বাচনী প্রচারণায় খুব শিগগীরই ফিরছি।
এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেলেও তার ডাক্তার সিন কনলে বলেছেন, ট্রাম্প ফিরে এসেছেন। কিন্তু আরো এক সপ্তাহের জন্যে তিনি বিপদমুক্ত নন।