আদালত প্রতিবেদকঃ করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে স্বাস্থ্য বিধি প্রতিপালনসহ বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আসন্ন শীত মৌসুমে দেশে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির আশংকা করা হচ্ছে।
করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় সুপ্রিমকোর্টে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী ও সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আগত বিজ্ঞ আইনজীবী, আইনজীবী সহকারী, আগত সেবা গ্রহীতাগনসহ সংশ্লিষ্ট সকলে বাস্থ্য বিধি প্রতিপালনসহ বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করবেন।”