নিজস্ব প্রতিবেদক
করোনা মহামারীতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে আজ বিকেলে রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকায় স্বদেশ মৃত্তিকা ফাউন্ডেশন এর সুবিধা বন্চিত শিশুদের মাঝে ফ্রি মাস্ক বিতরন করে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটি ও গ্রামীণ কৃষি পত্রিকা।
আজ বিকেলে এই কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট লেখক সরকার মো. আবুল কালাম আজাদ।
এই সময় উপস্হিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ, গ্রামীণ কৃষি’র সম্পাদক এবং বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক এস এম আশরাফুল আলম, সংগঠনের কেন্দ্রীয় সহ- সম্পাদক প্রকৌ. মো. মাসুম জাহিদ মাসুদ, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোশারফ হোসেন পাপ্পু,সংগঠনের ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি শিক্ষাবিদ শেখ জামাল উদ্দিন, ঢাকা বিভাগের সদস্য নাজমুল হক বিলাশ ও আব্দুল আহাদ প্রমুখ ব্যক্তিগন।

এই সময় স্বদেশ মৃত্তিকা ফাউন্ডেশন এর সন্মানীত চেয়ারম্যান মো. আকবর হোসেন এবং ফাউন্ডেশন এর মহাসচিব তানিয়া আক্তার ও উপস্হিত ছিলেন।
ফাউন্ডেশন এর পক্ষে মাস্ক গ্রহন করেন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো. আকবর হোসেন।
সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি চলমান থাকবে বলে জানানো হয়েছে।