বুধবার, মার্চ ১৯, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিক সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিতঃ ভাইরাসের সংক্রমণ রোধে

সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিতঃ ভাইরাসের সংক্রমণ রোধে

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনে করোনা ভাইরাসের সংক্রমণ আবার বৃদ্ধির প্রেক্ষিতে সৌদি আরব কমপক্ষে এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক বিমান চলাচল এবং স্থল ও সমুদ্র বন্দর দিয়ে লোকজনের প্রবেশ বন্ধ করে দিয়েছে।
সৌদি বার্তা সংস্থা স্পা বলেছে, সৌদি আরব অন্তত: এক সপ্তাহের জন্য বিশেষ ব্যতিক্রমী ঘটনা ছাড়া সাময়িকভাবে সকল আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থগিত করছে। এই স্থগিতাদেশ আরো এক সপ্তাহ বাড়ানো হতে পারে।” খবর এএফপি’র।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্পা আরো জানিয়েছে, স্থল ও সমুদ্র বন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশ এক সপ্তাহের জন্য স্থগিত থাকবে, যা আরও এক সপ্তাহের মতো বাড়ানো হতে পারে।”
স্পা আরো জানিয়েছে যে, বর্তমানে সৌদি আরবে অবস্থানরত ইন্টারন্যাশনাল এয়ারক্র্যাফটগুলোর ক্ষেত্রে এই স্থগিতাদেশ প্রযোজ্য হবে না। সেগুলোকে ফিরে যেতে দেওয়া হবে।
কয়েকটি ইউরোপীয় দেশ গত রোববার ব্রিটেন থেকে লোকজনের ভ্রমণ নিষিদ্ধ করার পরে সৌদি আরব এই সিদ্ধান্ত জানিয়েছে। যুক্তরাজ্য সরকার সতর্ক বার্তায় জানিয়েছে যে, নতুন করে ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ার ফলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
স্পা আরো জানিয়েছে, যেসব যাত্রী ইউরোপ বা এমন কোনো দেশ থেকে সৌদি আরবে এসেছেন যেখানে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পেয়েছে তাদেরকে ৮ ডিসেম্বর থেকে দুই সপ্তাহের জন্য কোরেনটাইনে থাকতে হবে ও করোনা পরীক্ষা করাতে হবে।
প্রতিবেশী কুয়েতও রোববার ভাইরাসের সংক্রমণের কারণে ব্রিটেন থেকে যাত্রীবাহী ফ্লাইট আসার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।
পুরো ইউরোপে আরো ব্যাপকভাবে কোভিড-১৯ ছড়িয়ে পড়ার সতর্কতার ঘন্টা বাজছে। গত সপ্তাহে সেখানে মৃত্যু সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে।
গত সপ্তাহে, সৌদি আরব ফাইজার-বায়োনটেক ভ্যাকসিনের প্রথম চালান আসার পরে তিন দফা কোভিড -১৯ টিকাদান কর্মসূচি শুরু করেছে।
সৌদি আরবে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬ হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। এছাড়া, ৩ লাখ ৬১ হাজারের বেশি লোক সংক্রমণের শিকার হয়েছে। উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে সৌদি আরবে মৃত্যু সংখ্যা সর্বোচ্চ হলেও সেখানে আরোগ্যের হারও অধিক।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান

যশোরে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। যশোরের জেলা ও দায়রা জজ শেখ...

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা ও যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু...

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের উদ্বোধন

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার সিএইসটি শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান গত ০৪ঠা মার্চ ২০২৫ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ...

মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। আবার...

Recent Comments