নিজস্ব প্রতিবেদকঃ আজ বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাইর উপজেলায় বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মানিকগন্জ জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ইউপি চেয়ারম্যান মো. রাজু।
বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক সরকার মো. আবুল কালাম আজাদ এবং সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ, সাবেক ছাত্র নেতা অর্থ বিষয়ক সম্পাদক এবং গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম আশরাফুল আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মাহমুদুল আলম টিটু, কেন্দ্রীয় নেতা মো. হানিফ, ঢাকা মহানগর পশ্চিম এর সভাপতি ও কেন্দ্রীয় নেতা শেখ জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।