শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪
- বিজ্ঞাপন -
হোম লাইফস্টাইল সবুজের ছোঁয়ায় কাটুক সময়

সবুজের ছোঁয়ায় কাটুক সময়

মোঃ রাসেদুল হাসানঃ

ঢাকার উপশহর মিরপুরে আবাসিক বাড়ীর উপরে ছাদ কৃষি। ছাদে নানা ধরনের ফলদ ও ঔষধি গাছের পাশাপাশি শখ করে সবজি চাষাবাদ করছেন বাড়ীর মালিক। নানা ধরনের গাছের সাথে সৌদি আজওয়া খেজুর গাছ এই ছাদ কৃষিকে আরো সমৃদ্ধ করেছে। ছাদ বাগানটি সব সময় মনিটরিং করেন বাড়ীর মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ডেপুটি গ্রন্হাগারিক ও ঢা:বি: অফিসার এসোসিয়েশন এর সাবেক নেতা সিনিয়র সিটিজেন আলহাজ্ব মো. আবুল কাসেম সরকার।

মানুষ সামাজিক জীব। বৈশ্বিক এই মহামারিতে আমরা চরম বিপদে আছি। ঘরে থাকাই এখন সবচেয়ে নিরাপদ। এই পরিস্থিতিতে, খানিকটা সুন্দর সময় কাটাতে গাছের পরিচর্যা করতে পারেন। অনেকেই বাড়ির ছাদে, ঘরের আনাচে-কানাচে কিংবা বারান্দায় গাছ লাগিয়েছেন। গাছের বিশেষ পরিচর্যা করার ব্যাপারে মনোযোগ দিতে পারেন। অন্যসময় ব্যস্ততার কারণে গাছের পরিচর্যায় যে কাজগুলো করা কঠিন হয়, এই সময় সেগুলো অনায়াসেই করতে পারেন।

আগাছা পরিষ্কার করাঃ
আগাছা গাছের শত্রু। আগাছা পরিষ্কার করতে তেমন সময় লাগে না। শুধু একটু ধৈর্য নিয়ে আগাছা পরিষ্কার করতে পারেন।

সার দেয়াঃ
পনের দিন অন্তর গাছে জৈব সার দেয়া ভালো। কেনা সারের চেয়ে ঘরে বানানো সার গাছের জন্য বেশি উপকারি। সবজির খোসা, ব্যবহৃত চা পাতা ও মাছের আঁশ গাছের সার হিসেবে খুব ভালো। পনের দিন পর পর এগুলোর মিশ্রণ গাছের গোড়ায় দিতে পারেন।

কীটনাশক  দেয়াঃ
গাছে যদি পোকা লাগে তাহলে অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে। কোন গাছে কতটুকু পরিমাণে কীটনাশক কার্যকরী, তা জেনে নিতে হবে।

ঘরের গাছে রোদ লাগানোঃ
আলো, বাতাসেই গাছ হয়ে ওঠে সজীব। যে গাছগুলো ঘরে রাখেন, মাঝে মাঝে সেগুলো বারান্দা বা ছাদে দিতে পারেন। নিয়মিত রোদ পেলে গাছ আরও ভালোভাবে বেড়ে উঠবে।

গাছে পানি  দেয়াঃ

চৈত্র মাসের তাপে গাছের গোড়া শুষ্ক হয়ে যায়। তাই নিয়ম করে দু’বেলা পানি দিতে হবে। তবে যদি বৃষ্টি হয় বা গাছের গোড়ায় পানি জমে থাকে তখন পানি দেয়ার দরকার নেই। মনে রাখা ভালো, গাছের জন্য পানি দরকার। তবে প্রয়োজনের অতিরিক্ত পানি দেয়া যাবে না। এতে গাছ মরে যেতে পারে।

এই ইট পাথরের শহরে যাদের এক টুকরো বাগান আছে অথবা নিদেন পক্ষে হাতে গোনা ৫/৬ টি গাছও লাগিয়েছেন, তারাও গাছ পরিচর্যার পেছনে কিছুটা সময় দিতে পারেন। এতে মন ভালো থাকবে। একঘেয়েমি দূর হবে।

[প্রিয় পাঠক,আপনিও গ্রামীণ কৃষির অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইল বিষয়ক ফ্যাশন,স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন  grameenkrishi2016@gmail.com –  এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

সিরাতুন্নবী (সা.) মানবজাতির জন্য একটি বিশ্বজনীন বার্তাঃ ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘সিরাতুন্নবী (সা.) মানবজাতির জন্য একটি বিশ্বজনীন বার্তা। রাসুল (সা.) এর জীবনাদর্শ কেবল মুসলমানদের...

শহিদ বুদ্ধিজীবীগণ দেশের ক্ষণজন্মা শ্রেষ্ঠ সন্তানঃ তারেক রহমান

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহিদ বুদ্ধিজীবীদের দেশের ক্ষণজন্মা শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে বলেছেন, একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে...

শহিদ বুদ্ধিজীবী দিবস আগামীকাল

আগামীকাল ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ...

নওগাঁয় ৭ হাজার ৬৩৫ হেক্টর জমিতে ভূট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ 

চলতি রবি ২০২৪-২৫ মৌসুমে নওগাঁয় ৭৬৩৫ সেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  কৃষি বিভাগের তথ্য মোতাবেক গত বুধবার পর্যন্ত জেলায়...

Recent Comments